A: তোমার নাম কী?
-What is your name?
B: আমার নাম সমীর।
-My name is Sameer.
A: তোমার বাবার নাম কী?
-What is your father’s name?
B: আমার বাবার নাম বাবা।
-My father’s name is Baba.
A: তুমি কোথায় থাকো?(তোমার বাড়ি কোথায়?)
-Where do you live?
B: আমি কোলকাতায়/ঢাকায় থাকি।
-I live in Kolkata/Dhaka.
-I am from Kolkata/Dhaka.
A: তোমার পরিবারে কে কে আছেন?
বা, তোমার পরিবারে ক’জন সদস্য আছেন?
– How many family members do you have?
-How many members are there in your family?
B: আমার পরিবারে ছ’জন সদস্য আছে।
– I am from a family of six.
Or, There are six members in my family .
A: তোমরা ভাইবোন ক’জন?
বা, তোমার ক’জন ভাই বোন আছে?
– How many siblings do you have?
–
B: আমরা ভাই বোন মিলে তিন জন।
– We are three siblings.
Or, I have two siblings.
A: তোমার মা বাবা কী করেন?
-What do your parents do?
B: আমার বাবা একজন গাড়ি চালক আর মা গৃহিণী।
-My father is a car driver and my mother is a homemaker.
A: তুমি কি করো?
-What do you do?
B: আমি পড়াশুনা করি।
বা, আমি একটা প্রাইভেট কোম্পানিতে HR টিম এ কাজ করি।
-I study.
Or, I work in an HR team of a private company.
A: সেখানে তোমার কাজ কী?
-What is your job role there?
Or, What do you do there?
B: আমি কোম্পানি এম্প্লইদের ডাটা মেইনটেইন করি। (ডাটা মেইনটেইন করা=তথ্য রক্ষণাবেক্ষণ করা)
– I maintain data of the company employees.
A: তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কী?
– What are your future Goals?
B: আমি একজন ভালো ম্যানেজার হতে চাই।
– I want to be a good manager one day.
A: তুমি খালি সময়ে কী করতে পছন্দ করো?
– What do you love to do in your free/leisure time?
B: আমি ক্রিকেট খেলতে আর সিনেমা দেখতে পছন্দ করি।
বা, আমি ঘুরতে পছন্দ করি।
বা, আমি কুকুরদের সাথে সময় কাটাতে পছন্দ করি।
– I love to play cricket and watch movies in my leisure time.
– I love to travel.
– I love to spend time with dogs.
Practice Instruction (প্র্যাক্টিস করার নির্দেশ):
Step no 1:
প্রথমে উপরে দেওয়া বাংলা এবং ইংরজি বাক্য গুলো ভালো করে জোরে জোরে বলার অভ্যেস করো। Member A এবং B দুজনের কথা গুলোকে ভালো করে রপ্ত করো। প্র্যাক্টিস করার আগে কিছু কিছু জিনিস নিজের ইচ্ছানুসারে পরিবর্তন করে নেবে, যেমন: নাম, বাবার নাম, বাড়ি, কে কী করে, পছন্দ ইত্যাদি I
Step no 2:
শুধু বাংলা বাক্য গুলো দেখে ইংরেজি গুলো বলো, আর মোবাইল এ সেটার অডিও রেকর্ড করো, রেকর্ড হয়ে যাওয়ার পর সেটাকে শুনে ইংরেজি লেখা গুলোর সাথে মিলিয়ে দেখো। যতক্ষণ সঠিক না হয় ততক্ষণ অভ্যেস করতে থাকো। সঠিক ভাবে রেকর্ডিং হয়ে যাবার পর সেটাকে কয়েকবার শোনো।
Step no-3:
এবার প্র্যাক্টিস পার্টনার এর সাথে একবার তুমি মেম্বার A হয়ে প্রশ্ন গুলো জিজ্ঞাসা করো আরেকবার মেম্বার B হয়ে সমস্ত প্রশ্নের উত্তর দাও। আর এই অভ্যেস টা তত বার করতে থাকো যতক্ষণ না তুমি খুব সহজে কাউকে প্রশ্ন গুলো জিজ্ঞাসা করতে পারছো বা কেউ জিজ্ঞাসা করলে সেগুলোর উত্তর দিতে পারছো।
Step no-4:
Partner কে বলো:
Please introduce yourself.
or, Can you give your self introduction..
উত্তরে উপরের সবকটা ইংরেজি উত্তর একসাথে বলার অভ্যেস করো, তাহলেই Self introduction দেওয়া হবে।
A: তোমার নাম কী?
B: আমার নাম সমীর।
A: তোমার বাবার নাম কী?
B: আমার বাবার নাম বাবা।
A: তুমি কোথায় থাকো?(তোমার বাড়ি কোথায়?)
B: আমি কোলকাতায়/ঢাকায় থাকি।
A: তোমার পরিবারে কে কে আছেন?
বা, তোমার পরিবারে ক’জন সদস্য আছেন?
B: আমার পরিবারে ছ’জন সদস্য আছে।
A: তোমরা ভাইবোন ক’জন?
বা, তোমার ক’জন ভাই বোন আছে?
B: আমরা ভাই বোন মিলে তিন জন।
A: তোমার মা বাবা কী করেন?
B: আমার বাবা একজন গাড়ি চালক আর মা গৃহিণী।
A: তুমি কি করো?
B: আমি পড়াশুনা করি।
বা, আমি একটা প্রাইভেট কোম্পানিতে HR টিম এ কাজ করি।
A: সেখানে তোমার কাজ কী?
B: আমি কোম্পানি এম্প্লইদের ডাটা মেইনটেইন করি।
A: তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কী?
B: আমি একজন ভালো ম্যানেজার হতে চাই।
A: তুমি খালি সময়ে কী করতে পছন্দ করো?
B: আমি ক্রিকেট খেলতে আর সিনেমা দেখতে পছন্দ করি।
বা, আমি ঘুরতে পছন্দ করি।
বা, আমি কুকুরদের সাথে সময় কাটাতে পছন্দ করি।