Question, positive and negative answer with ‘Had’.

আজকে আমরা ‘Had’ দিয়ে প্রশ্ন করার অভ্যেস করব। Had একটি auxiliary verb বা helping verb.

তারা কি বেলা ৩টের আগেই পৌঁছে গিয়েছিল?
হ্যাঁ, গেছিলো।
না, যায়নি।
Had they reached there before 3 pm.?
Yes, they had.
No, they hadn’t.
তারা কি আসার আগেই খবরটা পেয়ে গিয়েছিলো?
হ্যাঁ, পেয়ে গিয়েছিল।
না, পায়নি।
Had they gotten the news before they arrived?
Yes, they had gotten.
No, they hadn’t gotten.
সে কি নোটিস আসার আগেই কর জমা দিয়েছিল?
হ্যাঁ, দিয়েছিল।
না, দেয়নি।
Had he paid the IT return before the notice came?
Yes, he had paid.
No, he hadn’t paid.
তারা কি ফল ঘোষণা হওয়ার আগেয়েই প্রজেক্টটা জমা করে দিয়েছিল?
হ্যাঁ, দিয়েছিল।
না, দেয়নি।
Had they submitted the project before the result announced?
Yes, they had submitted.
No, they hadn’t submitted.
তারা কি বৃষ্টি শুরু হওয়ার আগেই বাড়িতে ফিরে এসেছিল?
হ্যাঁ, এসেছিল।
না, আসেনি।
Had they returned home before the rain started?
Yes, they had.
No, they hadn’t.
সে কি রান্না হওয়ার আগেই বাসনগুলা ধুয়ে ফেলেছিল?
হ্যাঁ, ধুঁয়ে ফেলেছিলো।
না, ধোঁয়ানি।
Had she washed the utensils before cooking?
Yes, she had washed.
No, she hadn’t washed.
তুমি কি রান্নাঘরের মজুদ রাখা জিনিস ফুরানোর আগেই মুদিখানার
জিনিস কিনে এনেছিল?
হ্যাঁ, কিনেছিলাম।
না, কিনিনি।
Had you purchased the groceries before the kitchen’s stocks were over? 
Yes, I had purchased.
No, I hadn’t purchased.
তারা কি যাত্রার পরিকল্পনা করার আগেই তোমাকে জানিয়েছিল?
হ্যাঁ, জানিয়েছিল।
না, জানায়নি।
Had they informed you before planning the trip?
Yes, they had informed.
No, they hadn’t informed.
সে কি তার অবসরপ্রাপ্ত সময়ের আগেই ইস্তফা দিয়ে দিয়েছিল?
হ্যাঁ, দিয়েছিল।
না, দেয়নি।
Had he resigned before his retirement date?
Yes, he hadn’t.
No, he hadn’t.
সে কি ল্যাপটপ কেনার আগেই তার ডেস্কটপটা ব্যবহার করা বন্ধ ক9রে দিয়েছিল?
হ্যাঁ, করে দিয়েছিল।
না, করেনি।
Had he stopped using his desktop before buying the laptop?
Yes, he had stopped.
No, he hadn’t stopped.
সে কি সিনেমাটা শেষ হওয়ার আগেই সিনেমা হল ছেড়ে বেরিয়ে গেছিল?
হ্যাঁ, গেছিল।
না, যায়নি।
Had he left the cinema hall before the movie finished?
Yes, he had.
No, he hadn’t.
সে কি তার বাবা মা আসবার আগেই তার আত্মীয়র বাড়ি ঢুকে গেছিলো?
হ্যাঁ, ঢুকে গিয়েছিল।
না, ঢোকেনি।
Had he entered his relative’s house before his parents came?
Yes, he had entered before.
No, he didn’t enter before.
সে কি কালি ফুরিয়ে যাওয়ার আগেই পেনটা ছুড়ে ফেলে দয়েছিল?
হ্যাঁ, দিয়েছিল।
না, দেয়নি।
Had he thrown his pen before the ink got over?
Yes, he had.
No, he hadn’t.
তার কি চলিশ বছর বয়স হওয়ার আগে থেকেই সে ডিয়াবেটিসের ওষুধ নিতে শুরু করে দিয়েছিল?
হ্যাঁ, করে দিয়েছিল।
না, করেনি।
Had he started diabetes medicine before he turned forty?
Yes, he had.
No, he hadn’t.
সে কি বিদ্যুৎ আসবার আগেই বিদ্যুতের অফিসে ফোন করে দিয়েছিল?
হ্যাঁ, করে ছিলো।
না, করেনি।
Had he called the electric office before the electricity came?
Yes, he had called.
No, he hadn’t called.
সে কি স্কুল ছুটি পরার আগেই স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে?
হ্যাঁ, করে দিয়েছে।
না, করেনি।
Had he stopped going to school before the holiday started?
Yes, he had.
No, he hadn’t.
সে কি পুরোনো ভেপরাইজারটা ফুরিয়ে যাওয়ার আগে একটা নতুন নিয়ে এসেছিল?
হ্যাঁ, এনেছিল।
না,আনেনি।
Had he brought a new vaporizer before the previous one dried up?
Yes, he had.
No, he hadn’t.
প্রথম সিলিন্ডার শেষ হওয়ার আগেই কি সে আর একটার বুক করে দিয়েছিলো?
হ্যাঁ, করে দিয়েছিল।
না, দেয়নি।
Had he booked the second cylinder before the first one got over?
Yes, he had.
No, he hadn’t.
ওরা কি প্রধান খাবার শেষ করার আগেই ডেজার্ট অর্ডার করেছিল?
হ্যাঁ, করেছিল।
না,করেনি।
Had they ordered for the dessert before finished their main course? 
Yes, they had.
No, they hadn’t.
বর্ষা কাল শুরু হওয়ার আগেই কি তারা তাদের বাড়ি রঙ করিয়েছিল?
হ্যাঁ, করিয়েছিল।
না, করায়নি।
Had they painted their house before the rainy season started?
Yes, he had.
No, he hadn’t.
বাচ্ছারা আসবার আগেই কি সে খাবার রান্না করে ফেলেছিলো?
হ্যাঁ, করে ফেলেছিলো।
না, করেনি।
Had she cooked food before the kids came?
Yes, she had.
No, she hadn’t.
ডাক্তার আসবার আগেই কি রোগীটা মারা গেছিলো?
হ্যাঁ, মারাগেছিলো।
না, মারা যায়নি।
Had the patient died before the doctor arrived?
Yes, the patient had died.
No, the patient hadn’t died.
সে কি লন্ডনে যাওয়ার আগেই ইংরেজিতে কথা বলতে শুরু করে দিয়েছিল?
হ্যাঁ, শুর করে দিয়েছিল।
না, করেনি।
Had she started speaking in English before went to London?
Yes, she had.
No, she hadn’t.
ওনাড়া কি পুরোনো খেলোয়াড়টা ছেড়ে যাওয়ার আগেই নতুন খেলোয়াড় কে ভাড়া করে নিয়েছিলো?
হ্যাঁ, নিয়েছিল।
না, নেয়নি।
Had they hired a new player before the existing player left?
Yes, they had.
No, they hadn’t.
টিভিতে সিনেমাটা শেষ হওয়ার আগেই কি খেলাটা শুরু হয়েগেছিলো?
হ্যাঁ, হয়েগেছিলো।
না, হয়েগেছিলো।
Had the match started before the movie ended on t.v.?
Yes, the match had started.
No, the match hadn’t started.
Negative
তারা কি বৃষ্টি শুরু হওয়ার আগে ঘরে ফিরে নি?
হ্যাঁ, ফিরেছিল।
না, ফেরেনি।
Hadn’t they returned home before the rain started?
Yes, they had.
No, they hadn’t.
সে কি রান্নার আগে বাসনগুলো ধোয় নি?
হ্যাঁ, ধুয়েছিলে।
না, ধোঁয়নি।
Hadn’t she washed the utensils before cooking?
Yes, she had washed.
No, she hadn’t washed.
তুমি কি রান্নাঘরের মজুদ রাখা জিনিস ফুরানোর আগেই মুদিখানার
জিনিস কিনে আননি?
হ্যাঁ, কিনেছিলাম।
না, কিনিনি। 
Hadn’t you purchased the groceries before the kitchen’s stocks got over? 
Yes, I had purchased.
No, I hadn’t purchased.
তারা কি ট্রিপটার পরিকল্পনা করার আগে তোমাকে জানায় নি?
হ্যাঁ, জানিয়ে ছিল।
না, জানায় নি।
Hadn’t they informed you before planning the trip?
Yes, they had informed.
No, they hadn’t informed.
সে কি তার অবসরপ্রাপ্তির সময়ের আগেই ইস্তফা দেয় নি?
হ্যাঁ, দিয়েছিল।
না, দেয়নি।
Hadn’t he resigned before his retirement date?
Yes, he hadn’t.
No, he hadn’t.
সে কি লেপটপ কেনার পরেও তার ডেস্কটপটা ব্যবহার করা বন্ধ করেনি?
হ্যাঁ, করেছিল।
না, করেনি।
Hadn’t he stopped using his desktop after buying the laptop?
Yes, he had stopped.
No, he hadn’t stopped.
সে কি পুরোনো ভেপরাইজারটা ফুরিয়ে যাওয়ার আগে একটা নতুন নিয়ে আসেনি?
হ্যাঁ, এনেছিল।
না,আনেনি।
Hadn’t he brought a new vaporizer before the previous one dried up?
Yes, he had.
No, he hadn’t.
সে কি প্রথম সিলিন্ডারটা শেষ হওয়ার আগে দ্বিতীয় সিলিন্ডারটা বুক করেনি?
হ্যাঁ, করেছিল।
না, করেনি।
Hadn’t he booked the second cylinder before the first one got over?
Yes, he had.
No, he hadn’t.
ওরা কি প্রধান খাবার শেষ করার আগেই ডেজার্ট অর্ডার করেনি?
হ্যাঁ, করেছিল।
না,করেনি।
Hadn’t they ordered for the dessert before finished their main course? 
Yes, they had.
No, they hadn’t.
তারা কি বর্ষা শুরু হওয়ার আগে তাদের ঘর রং করেনি?
হ্যাঁ, করেছিল।
না, করেনি।
Hadn’t they painted their house before the rainy season started?
Yes, they had.
No, they hadn’t.
সে কি বাচ্চারা আসার আগে রান্না করেনি?
হ্যাঁ, করেছিল।
না, করেনি।
Hadn’t she cooked food before the kids came?
Yes, she had.
No, she hadn’t.
ডাক্তার আসার আগে কি রোগীটা মারা যায়নি?
হ্যাঁ, গেছিলো।
না, যায়নি।
Hadn’t the patient died before the doctor arrived?
Yes, the patient had died.
No, the patient hadn’t died.
সে কি লন্ডন যাওয়ার আগে ইংরেজিতে কথা বলা শুরু করিনি?
হ্যাঁ, করেছিল।
না, করেনি।
Hadn’t she started speaking in English before she went to London?
Yes, she had.
No, she hadn’t.
তারা কি পুরোনো খেলোয়াড় যাওয়ার আগে নতুন খেলোয়াড় কে নেয়নি?
হ্যাঁ, নিয়েছিল।
না, নেয়নি।
Hadn’t they hired a new player before the existing player left?
Yes, they had.
No, they hadn’t.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Basket
Scroll to Top